
রাজনীতির অঙ্গনে দৃষ্টি আবারও কেন্দ্রীভূত হয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার দিকে, যা এখনও স্থিতিশীল হয়নি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার দুপুরে নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগের মতোই জটিল অবস্থায় আছেন। রিজভীর ভাষায়, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে মেডিকেল বোর্ড এখনো বিদেশে চিকিৎসা পাঠানোর কোনো সুপারিশ দেয়নি। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি। বোর্ডের পরামর্শ ছাড়া এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।”
তিনি আরও জানান, চেয়ারপারসনের অসুস্থতার কারণে ডিসেম্বর মাসের বিজয় দিবসকেন্দ্রিক সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।
হাসপাতালের সামনে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় প্রসঙ্গে রিজভী বলেন, অতিরিক্ত মানুষের সমাগম চিকিৎসা কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। তাই তিনি অনুরোধ করে বলেন, “হাসপাতালের সামনে ভিড় না করতে। সবাই নিজ নিজ অবস্থান থেকে দোয়া করবেন।”
দলীয় নেতাদের সঙ্গে চিকিৎসকদের নিয়মিত যোগাযোগ চলছে উল্লেখ করে রিজভী জানান, চেয়ারপারসনের শারীরিক অগ্রগতি ও চিকিৎসা সংক্রান্ত সব তথ্য মেডিকেল বোর্ডের মাধ্যমেই জানানো হচ্ছে।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। পরীক্ষা শেষে তাকে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে সিসিসিইউতে নেওয়া হয়। এর আগে ১৫ অক্টোবরও তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং একদিন পর বাসায় ফেরেন।
এরও আগে লন্ডনে চার মাস চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফিরে আসেন তিনি। সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। দেশে ফেরার পর এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা সেবা চালিয়ে যায়।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে যান। সেখানে লন্ডন ক্লিনিকে ১৭ দিন ভর্তি থাকার পর ছেলেকে তারেক রহমানের বাসায় অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করেন। দেশে ফেরার আগে তিনি সর্বশেষ গত ১২ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন।
প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা জটিলতায় ভুগছেন। তবে লন্ডনের চিকিৎসকরা ঝুঁকি বিবেচনায় তার লিভার প্রতিস্থাপন করেননি।