
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য রওনা হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটে তিনি সংবর্ধনাস্থল ত্যাগ করেন।
এর আগে, সকাল ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি গণসংবর্ধনাস্থলে পৌঁছান।
সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রথমেই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। তিনি বলেন, “প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।”
দেশবাসীর উদ্দেশে বক্তব্যে তিনি জানান, “সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, যা একজন মা দেখতে চাইবেন। অর্থাৎ এমন একটি নিরাপদ দেশ যেখানে মানুষ ঘর থেকে নিরাপদে বের হয়ে ঘরে ফিরে আসতে পারবে।”
তারেক রহমান আরও বলেন, “১৯৭১ সালে দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল যেমন, ২০২৪ সালে সর্বস্তরের মানুষ মিলেমিশে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে। আজ বাংলাদেশের মানুষ তাদের কথা বলার অধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়।”