
জামায়াতে ইসলামী’র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা নানাভাবে হত্যার হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন।
রবিবার (১৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য প্রকাশ করেন।
তিনি লিখেছেন, “একটু জানিয়ে রাখি, গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ইনশাআল্লাহ।”
মুফতি আমির হামজা আরও বলেন, “আপনাদের কাছে অনুরোধ রইল, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার ৩ শিশু কন্যাসন্তানকে একটু দেখে রাইখেন।”