
মতভিন্নতা থাকা সত্ত্বেও পারস্পরিক আলাপ–আলোচনা ও কথা বলাই গণতন্ত্রের মূল ভিত্তি—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক এই সভার সূচনাপর্বে আনুষ্ঠানিক বক্তব্য দেন ব্যারিস্টার জাইমা রহমান। বক্তব্যের শুরুতে তিনি বলেন, “দেশের মাটিতে প্রথম বক্তব্য। আমার ভিন্ন এক অনুভূতি কাজ করছে।”
দেশে নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, সব সমস্যার সমাধান তার জানা নেই। তবে নিজের সামর্থ্যের মধ্যে থেকে কিছু করার আগ্রহ ও দায়বদ্ধতা থেকেই তিনি এগিয়ে এসেছেন।
সভায় তিনি আবারও বলেন, ভিন্নমত থাকলেও একসঙ্গে বসে আলোচনা করা ও মত প্রকাশের সুযোগ তৈরি করাই প্রকৃত গণতন্ত্রের চর্চা।