
নতুন সরকারের স্বচ্ছতা প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে হতাশা প্রকাশ করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তাঁর ভাষায়, ঘটনাটা অনেকটা শেখ হাসিনার মতো হলো। কারণ উনিও উনার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, উনার পুরো যে মন্ত্রিপরিষদ হবে, তাদের তথ্য দিবেন বিত্ত-বৈভব ও আয়ের ব্যাপারে এবং উনি সেটা রক্ষা করেননি।
দীর্ঘ সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনার আমলে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিদেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ এবং এর ফলে অর্থনীতির ক্ষয়ক্ষতির তথ্য জনসম্মুখে আনতে অন্তর্বর্তী সরকারের গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির নেতৃত্বে ছিলেন ড. ভট্টাচার্য।
তিনি জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে যেভাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই প্রেক্ষাপটে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সামনে স্বচ্ছতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত স্থাপনের বড় সুযোগ ছিল। অনেক প্রত্যাশা ছিল যে, বর্তমান সরকার একটা নতুন নজির স্থাপন করবে। কিন্তু দুঃখজনকভাবে সেটাও হয়নি, বলেন তিনি।
উল্লেখ্য, ক্ষমতায় আসার মাত্র দুই সপ্তাহ পর, গত বছরের ২৫ আগস্ট জাতির উদ্দেশে প্রথম ভাষণে অধ্যাপক ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শিগগিরই উপদেষ্টা পরিষদের সদস্যরা তাঁদের আয় ও সম্পদের বিবরণী প্রকাশ করবেন। তবে সেই প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি।
সূত্র : বিবিসি নিউজ বাংলা