
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হলেও দেশটি যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্কের নীতিতে অবিচল রয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “আমাদের পথ হলো দৃঢ়তা, জনগণের শক্তি এবং মর্যাদার সঙ্গে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া।”
তিনি আরও উল্লেখ করেন, বিস্তৃত আঞ্চলিক সহযোগিতা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইতিবাচক সম্পর্কের মাধ্যমে ইরানের শত্রুরা তাদের লক্ষ্য কখনো অর্জন করতে পারবে না।
পেজেশকিয়ান স্মরণ করিয়ে দেন, অতীতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা ও যুদ্ধ চাপিয়ে দিয়ে ইরানের রপ্তানি বন্ধ করার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। তাঁর মতে, অনেক দেশ তেল বা গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদ ছাড়াই অগ্রগতি অর্জন করেছে। ইরানও বিশেষজ্ঞ, তরুণ প্রজন্মের মেধা এবং জনগণের ঐক্যের ওপর ভর করে তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে উন্নয়ন কর্মসূচি চালিয়ে যাবে।
পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে বলেন, “আমরা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করিনি, ভবিষ্যতেও করব না।”
আলোচনার বিষয়ে প্রেসিডেন্ট জানান, ইরান সবসময় ন্যায়সংগত ও স্বচ্ছ আলোচনায় অংশ নিতে প্রস্তুত। তবে তিনি স্পষ্ট করেন, এমন কোনো আলোচনায় দেশ প্রবেশ করবে না, যা ইরানকে নতুন সঙ্কটে ফেলতে পারে।
মেহর নিউজ এজেন্সি