
ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি ঘোষণা করেছেন, জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজন হলে যেকোনো সময় শত্রুর বিরুদ্ধে “চূড়ান্ত ও কঠোর” প্রতিক্রিয়া জানাতে ইরানি বাহিনী পুরোপুরি প্রস্তুত।
শনিবার (২৯ নভেম্বর) মেহের নিউজ এজেন্সির খবরে জানানো হয়, ‘জাতীয় নৌবাহিনী দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এবং ‘কোর্দেস্তান’ নামে নতুন ভাসমান নৌঘাঁটি ও একটি ডেস্ট্রয়ার উদ্বোধনকালে তিনি এ সতর্কবার্তা দেন।
হাতামি জানান, দক্ষ ও প্রশিক্ষিত জনবলের যোগ্যতায় ইরানের নৌবাহিনী এখন নিজস্বভাবে নৌযান ও সামরিক সরঞ্জাম উৎপাদনে স্বনির্ভর হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামুদ্রিক শিল্প এবং জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় নৌবাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
ইরানের আঞ্চলিক ভূমিকার বিষয়ে তিনি বলেন, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে অঞ্চলজুড়ে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় দেশটি “গঠনমূলক ও নজিরবিহীন” ভূমিকা রেখে চলেছে।
তার বক্তব্যে তিনি ইসরায়েলি সরকারের কর্মকাণ্ডকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য “একটি রোগ” বলেও আখ্যা দেন।