
অন্তর্বর্তী সরকার গত ছয় মাসে গণমাধ্যমে কোনো প্রভাব বিস্তার করেনি এবং কোনো সংবাদ প্রকাশে বাঁধা দেয় নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। কবি নজরুল সরকারি কলেজের অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় সভায় প্রেস সচিব ফয়েজ আহম্মদ আরো বলেন, ‘গত ১৬-১৭ বছরে ইচ্ছে থাকা সত্ত্বেও সাংবাদিকরা নিউজ করতে পারে নাই। তাদেরকে বিভিন্ন ধরনের বাঁধা বিপত্তির মধ্যে পড়তে হয়েছে। অথচ গত ৬ মাসে সরকারের কোনো এজেন্সি, কোনো কর্তৃপক্ষ গণমাধ্যমকে জোরজবরদস্তি করে বলেনি যে, এই সংবাদ করা যাবে না বা এই সংবাদ করতেই হবে। এই ধরণের বিধি নিষেধ কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি। এই সরকার যত দিন থাকবে তত দিন কোন বিধি নিষেধাজ্ঞা সাংবাদিকতার ওপর থাকবে না। সুতরাং, এই সরকারের আমলে সবাই মন খুলে সাংবাদিকতা করবে।’
শেখ হাসিনাকে স্বৈরশাসক বানাতে সাংবাদিকদের অবদান ছিল মন্তব্য করে তিনি বলেন, ‘সাংবাদিকরা গণ ভবনে গিয়ে সরকারের কর্যক্রমের বিষয়ে প্রশ্ন না করে বরং প্রশংসা করে তাকে স্বৈরাচারী বানাতে সাহায্য করেছে।’
সমিতির আহ্বায়ক শাহীন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন সাংবাদিক সমিতির উপদেষ্টা আলী আজম, মাঈন উদ্দিন আরিফ ও যায়েদ হোসেন মিশু।
সমিতির সদস্য সচিব শ্রাবণী কবির এ্যামি ও যুগ্ম আহবায়ক আতিক হাসান শুভর সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন কবি নজরুল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মুহাম্মাদ হায়দার মিঞা।
অনুষ্ঠান বক্তব্য দেন কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম, ছাত্রশিবিরের সভাপতি বায়জিদ মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি দেওয়ান মোহাম্মদ তাজিম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মেহেদী হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাবেক আহ্বায়ক ইমরান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন, সাবেক অর্থ সম্পাদক বাইজীদ হোসেন সা’দ, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিতাংশু ভৌমিক অংকুর, আহ্বায়ক কমিটির সদস্য রবিউল রেজা, পার্থ সাহা, ঢাকা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পাপেল খান শাহরুখ সদস্য সচিব, মো. নাজমুল হাসান, যুগ্ম-আহ্বায়ক, সিরাজুল ইসলাম, রোমান আহমেদ, কামরুল ইসলাম কানন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. সালমান।