
ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী-এর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সন্তানের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন মা-বাবাদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরই একটি বিশ্বাসযোগ্য গন্তব্য। তিনি বলেন, “মেধাবী, সাহসী ও সৎ চরিত্রের শিক্ষার্থীরা ছাত্রশিবিরে নিজেকে গড়ে তোলে, যেখানে মেধার প্রতিযোগিতা চলে, সন্ত্রাস বা অন্যায় কাজের কোনো স্থান নেই।”
শনিবার (৯ আগস্ট) বিয়ানীবাজার পৌরশহরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি, দাখিল ও সমমানের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বিদেশমুখী হওয়া কমিয়ে দেশের গঠনে নিজেকে প্রস্তুত করুন। প্রবাসী অধ্যুষিত সিলেট থেকে বহু মেধাবী ছাত্র বিদেশে পড়াশোনা করলেও তাদের ফিরিয়ে এনে দেশ গড়ার কাজে লাগানো প্রয়োজন।”
তিনি আরও উল্লেখ করেন, “বর্তমান সময়ে দেশ দুর্নীতি, অপরাজনীতি, চাঁদাবাজি, অপসংস্কৃতি ও সিন্ডিকেটের ভয়াবহ কবলে। এসব থেকে মুক্তির লক্ষ্যে ছাত্রশিবির কোরআনের আলোকে আদর্শ, সৎ ও দেশপ্রেমিক মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলছে।”
জামায়াত নেতা সেলিম উদ্দিন বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের সেবার সুযোগ পায়নি, কিন্তু এখন সৎ নেতৃত্ব নিয়ে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। গত ৫৪ বছরে অন্যরা যা পারেনি, আমরা সুযোগ পেলে তা জনগণের সামনে তুলে ধরব। তাই দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর ছাত্রশিবির সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য শাহীন আহমদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রআন্দোলন বিষয়ক সম্পাদক আরিফ হোসাইন, সিলেট জেলা পূর্ব ছাত্রশিবির সভাপতি আবু আইয়ূব মঞ্জু, জেলা পশ্চিমের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফরিদ আল মামুন, পূর্বের সাবেক সভাপতি মোহাম্মদ রুকন উদ্দিন ও অর্থ সম্পাদক আহবাব হোসেন মুরাদ।
বিয়ানীবাজার উপজেলা দক্ষিণ শাখার সভাপতি ফাতেহুল ইসলাম শাকিলের সভাপতিত্বে এবং সরকারি কলেজ ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও উত্তর শাখার সভাপতি আব্দুল মুমিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। উপজেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ শাখার সেক্রেটারি আবু সাইদ, উত্তর শাখার সেক্রেটারি হামিদুল্লাহ আল সাইদ ও কলেজ শাখার সেক্রেটারি তোফায়েল হাসান তোহা।