
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল টার্নিং পয়েন্ট হিসেবে পরিচিত ‘নয় দফা’ ও পরবর্তীতে উত্থাপিত ‘এক দফা’ কোনোটিই অন্তর্ভুক্ত করা হয়নি জুলাই ঘোষণাপত্রে। তাঁর মতে, ঘোষণাপত্রটি একটি দায়সারা কাজের মতো হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জাহিদুল ইসলাম বলেন, মিডিয়া কর্মী থেকে আন্দোলনের সাথে যুক্ত সবাই সাক্ষী যে নয় দফা ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট। এই নয় দফা থেকেই হাসিনার পতনের জন্য এক দফায় যাওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, শহিদদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার সেই নয় দফা ও এক দফা রাখেনি জুলাই ঘোষণাপত্রে। শুধু তাই নয়, ঘোষণাপত্র বাস্তবায়ন কীভাবে হবে, সেটিও উল্লেখ করা হয়নি।
শিবির সভাপতি বলেন, জুলাইকে কেন্দ্র করে এখন নানা ধরনের ‘ক্রেডিট নেওয়ার অসুস্থ প্রতিযোগিতা’ শুরু হয়েছে। তিনি বলেন, জুলাই নিয়ে কাঁদা ছোড়াছুড়ি চলছে। কিন্তু এই আন্দোলন কারো একক নেতৃত্বে বা একক মাস্টারমাইন্ডে হয়নি। এটি সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।