
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিজয় অনেককে বিস্মিত করেছে। তার দাবি, এই নির্বাচনের প্রতিফলন আগামী জাতীয় নির্বাচনেও দেখা যাবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, যারা আমাদের পছন্দ করেন, ভালোবাসেন এবং আমরাও যাদের ভালোবাসি, তাদের নিয়েই আমরা আগামী নির্বাচনে ৩০০ আসনে অংশ নিতে চাই। সেই নির্বাচনে বিজয় অর্জনের জন্য আর্থিক কুরবানি সহ সকল ধরনের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি স্মরণ করিয়ে দেন, অনেক আন্দোলন, ত্যাগ ও কুরবানির বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই সময়ের আন্দোলনে অনেকে জীবন দিয়েছেন, কেউ হাত-পা বা চোখ হারিয়েছেন।
অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। দিনব্যাপী এই অধিবেশনে ‘রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন ২০২৬’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এছাড়া দারসুল কুরআন পেশ করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এবং কেন্দ্রীয় মহিলা বিভাগীয় কর্মপরিষদের সদস্যরা। সারা দেশ থেকে আসা শূরা সদস্যরা ষান্মাসিক রিপোর্টসহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন।
দীর্ঘ অসুস্থতার পর এই অধিবেশনে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, বিগত সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন, অনেকে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এখনো অনেকেই অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন।