
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার রাতে এক বিবৃতি দিয়ে এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তিনি বলেন, “এমন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ গঠনের প্রত্যাশায় বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। এটি গণতন্ত্র ও জুলাই চেতনার পরিপন্থী।”
তিনি আরও উল্লেখ করেন, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু শক্তি প্রয়োগ করে মতপ্রকাশের স্বাধীনতাকে দমন করা স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ। বিএনপির ভাষ্য, জাতীয় পার্টির কার্যালয়ে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তির হামলা ও ভাঙচুর গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক।
শুক্রবার বিকেলে শাহবাগে সংহতি সমাবেশ শেষে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশের বাধা অতিক্রম করে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এতে ভবনের নিচের দুটি তলা ব্যাপকভাবে পুড়ে যায়।
এ নিয়ে পাঁচ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো জাতীয় পার্টির কার্যালয় হামলার শিকার হলো। এর আগে ৩০ আগস্ট জাপা ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। পরদিন ৩১ আগস্ট হামলার পর আগুনে ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছিল।
জাতীয় পার্টি এই হামলার জন্য গণঅধিকার পরিষদকে দায়ী করে তাদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে।
অন্যদিকে, নাম উল্লেখ না করে বিএনপি তাদের বিবৃতিতে বলে, “প্রকৃত গণতন্ত্রে বহুদলীয় ব্যবস্থার বিকল্প নেই। কোনো রাজনৈতিক দলের টিকে থাকা জনগণের সমর্থনের ওপর নির্ভর করে। হুমকি, হামলা বা সহিংসতার মাধ্যমে কোনো দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা বহুদলীয় গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।”