
মানিকগঞ্জ সদর উপজেলার মানড়া এলাকার জুলাই স্মৃতিস্তম্ভে গভীর রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
রোববার (৩০ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ঘটনার সময় স্মৃতিস্তম্ভটির একটি অংশ পুড়ে কালো হয়ে যায়। পরদিন বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতে একটি প্রাইভেটকার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে। গাড়ি থেকে নামা দুই ব্যক্তি আগে থেকে প্রস্তুত করা দুটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সরে পড়ে।
ওসি মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তিনি বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং আগুন লাগানোর ঘটনায় জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চালাচ্ছি।”