
কক্সবাজারের টেকনাফে গভীর পাহাড়ি এলাকায় একটি গোপন আস্তানা থেকে পাচারের শিকার নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে চালানো এই যৌথ অভিযানে উদ্ধারকৃতদের সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য আটকে রাখা হয়েছিল বলে জানা গেছে।
বাহারছড়া ইউনিয়নের করাচিপাড়া ঘাট সংলগ্ন পাহাড়ি এলাকায় গোপনে তাদের বন্দি করে রাখা হয়েছিল। গোপন আস্তানাটি শনাক্ত করার পর যৌথ বাহিনী তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পাচারকারীরা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, "পাচারে জড়িতদের গ্রেপ্তারে নৌবাহিনী ও কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে। মানবপাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
কোস্টগার্ড জানিয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বেশ কয়েকজন নারী ও শিশুকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাটের কাছে একটি ঘরে আটকে রাখা হয়েছিল। ওই তথ্য হাতে পাওয়ার পরই যৌথ অভিযান শুরু হয় এবং বন্দিদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
মানবপাচারকারীদের ধরতে এবং এই ধরনের অপকর্ম ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।