
পাকিস্তানি ক্রুবাহী একটি এলপিজি ট্যাংকার ইয়েমেনের বন্দরে নোঙর থাকা অবস্থায় দখলদার ইসরায়েলের ড্রোন হামলার শিকার হয়েছে। হামলার পর ট্যাংকারে আগুন ধরে যায়, তবে ক্রুরা তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে হুতি বিদ্রোহীরা জাহাজের নিয়ন্ত্রণ নেন এবং ক্রুদের জিম্মি করে রাখেন।
পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি শনিবার (২৭ সেপ্টেম্বর) জানান, জাহাজে মোট ২৭ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে ২৪ জন পাকিস্তানি, দু’জন শ্রীলঙ্কান এবং একজন নেপালি। তিনি এক্সে লিখেছেন, “একটি এলপিজি ট্যাংকার, যেটিতে ছিলেন ২৭ ক্রু (ক্যাপ্টেন মুখতা আকবরসহ ২৪ পাকিস্তানি, দুজন শ্রীলঙ্কান এবং একজন নেপালি) ইসরায়েলের ড্রোন হামলার স্বীকার হয়েছে। ট্যাংকারটি (হুতিদের নিয়ন্ত্রণাধীন) রাস আল-এসা বন্দরে ১৭ সেপ্টেম্বর হামলার কবলে পড়ে।”
ড্রোন হামলার ফলে একটি এলপিজি বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। ক্রুরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। পরে হুতি বিদ্রোহীরা জাহাজ ও ক্রুদের নিয়ন্ত্রণ নিলেও পরে তাদের মুক্তি দেওয়া হয়। বর্তমানে ট্যাংকারটি ইয়েমেনের জলসীমার বাইরে রয়েছে।
মহসিন নাকভি জানিয়েছেন, ক্রুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও বেসামরিক ও নিরাপত্তাকর্মীদের সহযোগিতায় পাকিস্তানি ক্রুরা নিরাপদে মুক্তি পেয়েছেন।
উল্লেখ্য, হুতিরা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার পর তাদের পক্ষে যুদ্ধ শুরু করেছে। গত দুই বছরে দুই পক্ষের মধ্যে একাধিকবার হামলা এবং পাল্টা হামলার ঘটনা ঘটেছে।
সূত্র: আনাদোলু