
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সিকিউরিটিজে বিও (BO) অ্যাকাউন্ট খোলার মাধ্যমে নিয়মবহির্ভূত শেয়ার লেনদেনের অভিযোগে অভিযান চালিয়েছে। অভিযোগ রয়েছে, এই লেনদেনের মাধ্যমে অর্থের প্রকৃত উৎস গোপন করা হয়েছে এবং কর ফাঁকির সুযোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
দুদক সূত্রে জানা গেছে, সোমবার (১৯ জানুয়ারি) কমিশনের প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যানের নামে ভিন্ন নামের বিও অ্যাকাউন্ট খোলার মাধ্যমে বিপুল অঙ্কের শেয়ার লেনদেনের তথ্য ও নথি সংগ্রহ করা হয়।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা যাচাই করেছে। সংগৃহীত রেকর্ডের বিশ্লেষণ শেষে কমিশনকে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।