
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩২ হাজার ৬২৪.৮৭ মিলিয়ন ডলার বা প্রায় ৩২.৬২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
রোববার (১৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ১৫ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২.৬২ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৮ হাজার ২৯.৮৭ মিলিয়ন ডলার বা ২৮.০২ বিলিয়ন ডলার।
এর আগে নভেম্বর ও ডিসেম্বর মাসে আকুর বিল পরিশোধের পর, ৮ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২ হাজার ৪৩৯.৫১ মিলিয়ন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে সেই সময় রিজার্ভ ছিল ২৭ হাজার ৮৪৫.৩৮ মিলিয়ন ডলার।
অর্থনীতিবিদরা বলছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির ফলে দেশের মুদ্রা স্থিতিশীলতা এবং আমদানি ব্যয় সহজভাবে পরিচালনার ক্ষেত্রে সহায়ক হবে।