
ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নির্বাচন কমিশন (ইসি) কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সই করা চিঠিতে এই আদেশ জারি করা হয়।
চিঠিতে বলা হয়েছে, আসনের গুরুত্বপূর্ণ স্থানে নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘বিশাল আকৃতির রঙিন ছবি’, ‘সংসদ সদস্য প্রার্থী’ এবং ‘গণভোটকে হ্যাঁ বলি’ স্লোগানসহ বড় বড় বিলবোর্ড স্থাপিত হয়েছে। ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ১৮ ধারা অনুযায়ী ভোটের তিন সপ্তাহ আগে কোনো প্রকার নির্বাচনি প্রচারণা চালানো নিষিদ্ধ। নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রার্থীর এই কার্যক্রম আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
রিটার্নিং কর্মকর্তার নির্দেশে, সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার মধ্যে সমস্ত বিতর্কিত বিলবোর্ড অপসারণ করতে হবে। এছাড়া আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ১৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে প্রার্থী নিজে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দিতে বাধ্য।
উল্লেখ্য, সংশোধিত নির্বাচনী তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে। প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ নির্ধারিত হয়েছে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রচারণা শুরু হওয়ার আরও চার দিন বাকি থাকতেই প্রার্থীর বড় বড় বিলবোর্ড রাজধানীর কেন্দ্রস্থলে স্থাপন হওয়ায় কমিশন এই কঠোর ব্যবস্থা নিয়েছে।