
ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলামের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে নোটিশটি দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, “মো. নাহিদ ইসলাম, আপনি জাতীয় নাগরিক পার্টি কর্তৃক মনোনীত ঢাকা-১১ আসনের বৈধ প্রার্থী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১১ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আপনার বিশালাকৃতির রঙিন ছবি ও ‘দেশ সংস্কারের গণভোট হ্যাঁ-এর পক্ষে থাকুন’ স্লোগানসহ বিলবোর্ড রিটার্নিং অফিসারের নজরে এসেছে, যা নির্বাচনি আচরণবিধির পরিপন্থি।”
এতে আরও উল্লেখ করা হয়েছে, সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী, ভোটগ্রহণের ৩ সপ্তাহ আগে কোনো প্রার্থী বা রাজনৈতিক দল নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন না। এই পরিস্থিতিতে আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের জন্য নাহিদ ইসলামকে অনুরোধ করা হয়েছে।
শোকজ নোটিশে আরও বলা হয়েছে, “এ ঘটনায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে নিজে বা আপনার প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিল করতে হবে।”