
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়টি পুনর্বিবেচনা করার সময় এসেছে।
রোববার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন কমিশনের ওপর পক্ষপাতের অভিযোগ তুলে আসিফ মাহমুদ বলেন, “একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের প্রতি রাজনৈতিক দল ও জনগণের যে বিশ্বাস স্থাপন হওয়ার কথা ছিল, তা তারা হারিয়েছে। যদি বর্তমানভাবে নির্বাচন কার্যক্রম এগোয়, আমরা শঙ্কা প্রকাশ করছি যে, ইসি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে সক্ষম হবে কি না।”
তিনি আরও যোগ করেন, নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দলটি সকল দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।