
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, দেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই সনদের ভিত্তিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই জাতির প্রত্যাশা। তিনি মনে করেন, এ সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন হওয়া উচিত।
বুধবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
তাহের বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণায় (যেখানে আগামী ফেব্রুয়ারিকে সম্ভাব্য সময় বলা হয়েছে) ইতিবাচক ইঙ্গিত থাকলেও, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত ঘোষণা এলে তা আরও গ্রহণযোগ্য হতো। কারণ, এখনও পর্যন্ত একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরি হয়নি।
জামায়াত নেতা বলেন, জুলাই ঘোষণাপত্রে জনগণের আশা-আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি। বিশেষ করে, গণতন্ত্র পুনরুদ্ধার, নিরপেক্ষ নির্বাচন ও সংস্কার সংক্রান্ত মূল দাবিগুলো উপেক্ষিত হয়েছে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন সম্ভব করতে হলে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালুর কথা বিবেচনা করতে হবে।
তাহের আরও জানান, দেশের ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবার, আন্দোলনকারীরা এবং দেশের আপামর জনতা ঘোষণাপত্রের পরিপূর্ণ বাস্তবায়নের প্রত্যাশায় ছিল। কিন্তু ঘোষণার খসড়ায় তাদের দাবির প্রতিফলন না থাকায় হতাশা দেখা দিয়েছে।
তিনি বলেন, ঐকমত্য কমিশনের মাধ্যমে যে সনদ প্রণয়ন হয়েছে, তার বাস্তবায়ন প্রক্রিয়া এখনও পরিষ্কার নয়। এ বিষয়ে জাতিকে অবহিত করা দরকার।
জামায়াতের পক্ষ থেকে সরকারকে উদ্দেশ্য করে তিনি আহ্বান জানান, অবিলম্বে জুলাই সনদে সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের দাবিগুলো অন্তর্ভুক্ত করে নতুন রূপরেখা প্রকাশ করতে। অন্যথায় জনগণের দাবি উপেক্ষিত হলে জামায়াত আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।