
সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত সামরিক চুক্তি ভবিষ্যতে আরও দেশ যুক্ত হলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মতো শক্তিশালী এক জোটে পরিণত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
শুক্রবার (৩ অক্টোবর) পার্লামেন্টে বক্তব্যের সময় তিনি বলেন, সৌদির সঙ্গে আমাদের সামরিক চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং একাধিক আরব ও মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে এমন চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে। যদি আরও দেশ যুক্ত হয়, এটি ‘নতুন ন্যাটোতে’ পরিণত হতে পারে এবং আল্লাহ চাইলে পাকিস্তান ৫৭ মুসলিম দেশের নেতৃত্ব দেবে।
তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তানে গত মে মাসে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামে হামলার সময় যদি চুক্তিটি কার্যকর হত, তাহলে এটি সৌদি আরবের ওপরও হামলা হিসেবে বিবেচিত হত। সেই ঘটনায় দুই দেশের মধ্যে চার দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল।
গত ১৭ সেপ্টেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঐতিহাসিক সামরিক চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিতে বলা হয়েছে, এই দুই দেশের ওপর অন্য কোনো দেশ হামলা চালালে তা উভয়ের ওপর হামলা হিসেবে গণ্য হবে।
পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদির এই চুক্তিকে মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে কার্যত পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ছাতার নিচে চলে এসেছে সৌদি আরব। তবে দুই দেশই আনুষ্ঠানিকভাবে জানায়নি যে, হামলার ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে কি না।
সূত্র: দ্য নিউজ পিকে