
রাজধানীর সেগুনবাগিচায় বিএনপি নেতা ফজলুর রহমানের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণে কেউ আহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢাকা রমনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির জানান, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান গেটের ঠিক বিপরীতে ককটেল নিক্ষেপ করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।