
বিশ্বকাপে বাংলাদেশকে দেখার স্বপ্ন এখনো কাগজে-কলমেই সীমাবদ্ধ। বাছাইপর্বের লড়াই ছাড়া লাল-সবুজের যাত্রা বড় মঞ্চে পৌঁছায়নি কখনো। তবু ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মুখে বাংলাদেশের প্রতি শুভকামনা শুনলে সেই স্বপ্ন যেন নতুন আলোয় উজ্জ্বল হয়ে ওঠে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রিয়ার বিপক্ষে পর্তুগালের ম্যাচ উপভোগ করতে স্টেডিয়ামে যান ইনফান্তিনো। সেখানেই এক প্রবাসী বাংলাদেশির ধারণ করা ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “এগিয়ে চলো বাংলাদেশ। বিশ্বকাপে তোমার অপেক্ষায় আছি।”
ফিফা সভাপতির এই বার্তা শুনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে- বিশ্বকাপে এখনও খেলতে না-পারা একটি দেশকে ঘিরে তার এমন প্রত্যাশা কেন? ইনফান্তিনো কি জানেন না বাংলাদেশ মূলপর্বে ওঠেনি?
আসলে এই মন্তব্যের পেছনে রয়েছে আরও একটি প্রেক্ষাপট। মাঠে না নামলেও ২০২২ বিশ্বকাপে বাংলাদেশ প্রমাণ করেছিল, ফুটবল শুধু খেলা নয়, এটি আবেগ, উন্মাদনা এবং ভালোবাসার এক বিশাল সমুদ্র। সেই আসরে বাংলাদেশিদের উৎসব, উচ্ছ্বাস আর অনবরত সমর্থন মুগ্ধ করেছিল গোটা বিশ্বকে। আর্জেন্টিনা শিরোপা জয়ের পর বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানানোর কথাও ভোলেনি আলবিসেলেস্তারা। এমনকি দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও পরে ঢাকায় এসেছিলেন।
সম্ভবত সেই ভালোবাসা, সেই অনুরাগকেই ইঙ্গিত করেছেন ইনফান্তিনো। তাই যখন তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বকাপে দেখার অপেক্ষায় আছেন- তখন তা মাঠের অবস্থানের চেয়ে বড় হয়ে দাঁড়ায় সমর্থকদের নিখাদ আবেগের প্রতীক হিসেবে।