
২০২৫ সাল শেষের পথে, আর এই বছর ফুটবল জগতের আলোচিত তারকা কিলিয়ান এমবাপ্পে গোল মেশিনের ভূমিকায় রয়েছেন। তার ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ফ্রান্স জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত ৬০টি গোল করেছেন ফরাসি স্ট্রাইকারটি। এই পারফর্মেন্স তাকে এনে দিয়েছে বছরের সর্বোচ্চ গোলদাতার সম্মান অর্জনের সম্ভাবনা।
২০২৫ সালে বর্তমানে এমবাপ্পে সর্বোচ্চ গোলদাতা। ক্লাব ফুটবলে তার পারফরম্যান্স নজরকাড়া। রিয়ালের হয়ে এই বছর ৫৪ ম্যাচে ৫৩ গোল করেছেন তিনি, যার মধ্যে চলতি মৌসুমে এসেছে ২৩টি। রিয়ালের মোট গোলের ৫৬ শতাংশ এমবাপ্পের কাছ থেকে এসেছে। জাতীয় দলে ফ্রান্সের হয়ে তিনি এ বছর ৭টি গোল করেছেন।
ডিসেম্বরে ক্লাবের হয়ে আরও ৫টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন এমবাপ্পে। এই ম্যাচগুলোতে কমপক্ষে ৭ গোল করলে ২১ শতকের এক বছরে ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় দ্বিতীয় স্থানে উঠবেন তিনি। তখন তার ক্লাব গোল সংখ্যা দাঁড়াবে ৬০।
বর্তমানে ২১ শতকের ক্লাব ফুটবলে এক পঞ্জিকা বর্ষে ৫৯ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এমবাপ্পে ৭ গোল করলে রোনালদোকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসবেন। তবে এক বছরে সর্বোচ্চ ৭৯ গোল নিয়ে তালিকার শীর্ষে থাকা লিওনেল মেসিকে ছাড়ানো তার জন্য কঠিন, কারণ তাতে তাকে ৫ ম্যাচে ২৭টি গোল করতে হবে।
২০২৫ সালে সবচেয়ে বেশি গোলের তালিকায় এমবাপ্পের চেয়ে ১১ গোল কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন হ্যারি কেইন। তাই নাটকীয় কিছু না হলে এমবাপ্পেকে ছাড়িয়ে যাওয়া তার জন্য কঠিন হবে। জাতীয় দলের গোলও যোগ করলে, হাতে থাকা ৫ ম্যাচে তার মোট গোল এখন ৬০। ২১ শতকে এক বছরে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬০ বা তার বেশি গোল করার রেকর্ডধারীরা হলো লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও রবার্ট লেভানডফস্কি। এবার এমবাপ্পে এই তালিকায় প্রবেশ করেছেন।
এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ গোলের তালিকায় আরও উপরের দিকে উঠার সুযোগও আছে তার। ২০১২ সালে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৯১ গোলের রেকর্ড রয়েছে মেসির। তারপরে ৮৫ গোল নিয়ে দ্বিতীয় জার্ড মুলার এবং ৭৫ গোল নিয়ে তৃতীয় পেলে।
এমবাপ্পে যদি বাকি ৫ ম্যাচে অন্তত ১৫ গোল করেন, তবে তিনি পেলেকে ছুঁতে পারবেন। আর ১০ গোল করলে রোনালদো ও লেভানডফস্কিকে পেছনে ফেলে তালিকায় আরও ওপরে উঠে আসার সম্ভাবনা রয়েছে তার।