
এ বছরের বিপিএল নিলাম রবিবার (৩০ নভেম্বর) শুরু হয়েছে, যেখানে দেশের ক্রিকেট প্রেমীদের নজর ছিল অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর। নিলামের প্রথম ধাপে ‘বি’ ক্যাটাগরিতে নাম ওঠে মাহমুদউল্লাহ রিয়াদের। ৩৫ লাখ টাকার ভিত্তিমূল্যের এই অভিজ্ঞ ক্রিকেটারকে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে নিতে আগ্রহ দেখায়নি। মাহমুদউল্লাহ সর্বশেষ বিপিএলে ফরচুন বরিশালের হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। যদিও তিনি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে এখনও নিয়মিত খেলছেন।
মুশফিকুর রহিমের ক্ষেত্রেও একই পরিণতি ঘটেছে। নিলামের প্রথম ধাপে তাকে দলে নেওয়ার জন্য কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। মুশফিক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।”
এপ্রিলের পর দেশি খেলোয়াড়দের নিলাম শেষে আলাদা সেশনে আবারও নাম উঠতে পারে। তবে এই ক্ষেত্রে তারা ‘সি’ ক্যাটাগরিতে থাকবেন এবং ভিত্তিমূল্য আগের চেয়ে কমে যাবে, যা নতুন সুযোগ তৈরি করবে।