
আইপিএলের আসন্ন মিনি নিলামকে ঘিরে এবার নজিরবিহীন উৎসাহ দেখা গেছে ক্রিকেটারদের মধ্যে। এক হাজারের বেশি খেলোয়াড় নাম নিবন্ধন করায় এবারের তালিকা হয়ে উঠেছে রেকর্ডসমৃদ্ধ। সর্বোচ্চ দুই কোটি রুপি ভিত্তিমূল্যের ব্র্যাকেটে রয়েছেন ৪৫ জন ক্রিকেটার, যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন পেসার মোস্তাফিজুর রহমান। আর অলরাউন্ডার সাকিব আল হাসানকে রাখা হয়েছে এক কোটি রুপি ভিত্তি মূল্যে।
ইএসপিএনক্রিকইনফোর তথ্য বলছে, নিবন্ধন শেষ হওয়ার দিন ৩০ নভেম্বর পর্যন্ত আইপিএল কর্তৃপক্ষ দলগুলোর হাতে দিয়েছে মোট ১,৩৫৫ জন ক্রিকেটারের নাম। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় দলে ভেড়াতে পারবে, আর ১০ দলের মিনি নিলামে মোট শূন্যস্থান রয়েছে ৭৭টি। এদের মধ্যে ৩১টি স্লট বরাদ্দ বিদেশি ক্রিকেটারদের জন্য।
ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দের তালিকা পাঠানোর পর সেগুলো যাচাই করে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করবে আইপিএল। এই তালিকা পাঠানোর শেষ সময় ৫ ডিসেম্বর। আর এবারের মিনি নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর, আবু ধাবিতে।
সর্বোচ্চ ভিত্তিমূল্যের ৪৫ জনের দলে ভারতীয় ক্রিকেটারের সংখ্যা মাত্র দুজন- ভেঙ্কটেশ আইয়ার এবং রবি বিষ্ণোই। বাকিরা বিদেশি। এ বছর ১৪টি দেশ থেকে খেলোয়াড়রা আবেদন করেছেন। মালয়েশিয়ার বীরানদীপ সিংও আছেন সেই তালিকায়, টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে ৩ হাজার রান ও ১০০ উইকেটের অনন্য কীর্তি তার।
নিলামে সবচেয়ে আলোচিত নাম হতে পারেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। চোটের কারণে গত মৌসুমের মেগা নিলামে অংশ নিতে পারেননি তিনি। এবার কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস তার প্রতি আগ্রহ দেখাতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুই দলেরই বাজেট বেশি এবং বিদেশি খেলোয়াড়ের শূন্যস্থান রয়েছে। আন্দ্রে রাসেলের অবসরের পর গ্রিনকে দিয়ে সেই জায়গা পূরণের পরিকল্পনাও করতে পারে কলকাতা।
তবে আলোচনার পাশাপাশি আছে অনুপস্থিতির চিত্রও আছে। এবারের মিনি নিলামে নাম নিবন্ধন করেননি অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।