
আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের এবারের আসরের প্লেয়ার নিলাম। ইতোমধ্যে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়েলস নিলামকে সামনে রেখে দল গোছানোর প্রস্তুতি শুরু করেছে।
চট্টগ্রাম দল সবশেষে জানায়, তারা দেশি খেলোয়াড় হিসেবে ইতিমধ্যে শেখ মেহেদী হাসান ও তানভীর ইসলামকে দলে নিয়েছে। পাশাপাশি বিদেশি ক্রিকেটার হিসেবে আবরার আহমেদকে সরাসরি চুক্তিতে যুক্ত করেছে। এবার প্রকাশ করা হলো তাদের পুরো কোচিং সেটআপ।
দলটির প্রধান কোচ হিসেবে থাকছেন মমিনুল হক। কোচিং প্যানেলে আরও আছেন নাজমুল হোসেন মিলন ও আশরাফুল ইসলাম জিকো—একটি দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
রংপুর রাইডার্সও চূড়ান্ত করেছে তাদের কোচিং টিম। প্রধান কোচ মিকি আর্থারের সঙ্গে কাজ করবেন সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস এবং স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ রফিক।
রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান কোচ হিসেবে থাকছেন হান্নান সরকার। ঢাকা ক্যাপিটালসের কোচ টবি রাদারফোর্ড। সিলেট টাইটান্সকে পরিচালনা করবেন প্রধান কোচ সোহেল ইসলাম। আর নোয়াখালী দলের দায়িত্ব পেয়েছেন খালেদ মাহমুদ সুজন।