
আন্তর্জাতিক ফোনকল সংক্রান্ত দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ৯ হাজার কোটি টাকা ক্ষতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. জহুরুল হকসহ ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই মামলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
দুদকের অভিযোগে বলা হয়েছে, আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট এবং রাজস্ব শেয়ার বেআইনিভাবে কমিয়ে রাষ্ট্রকে বিশাল ক্ষতির মুখে ফেলা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এটি দুদকের ইতিহাসে প্রথমবার কমিশনার পর্যায়ের একজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করা হলো।