
ভারতের আসামে চলমান অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে প্রশাসনের অভিযানকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক পরিকল্পনা কমিশনের সদস্য ও মানবাধিকার কর্মী সৈয়দা সাইয়্যেদিন হামিদ। তিনি বলেছেন, বাংলাদেশিরাও মানুষ এবং ভারতের মাটিতে তাদের বসবাসের অধিকার আছে। এই মন্তব্য দেশে বিতর্ক সৃষ্টি করেছে।
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সৈয়দা হামিদের বক্তব্যকে ‘মানবতার নামে বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে সমালোচনা করেছেন। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেছেন, এ ধরনের মন্তব্য ভারতের সার্বভৌমত্ব ও জাতিসত্ত্বাকে দুর্বল করার চেষ্টা। এছাড়া আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও অন্যান্য রাজনীতিকরাও হামিদের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।
রিজিজু বলেন, এটা আমাদের ভূমি ও জাতিসত্তার বিষয়। বাংলাদেশ ও পাকিস্তানে সংখ্যালঘু বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু ও শিখদের উপর নির্যাতন চলছে। সৈয়দা হামিদ সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীর সঙ্গে সম্পর্কিত হতে পারেন, কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীদের সমর্থন করা উচিত নয়।
সৈয়দা হামিদ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সরকারের পরিকল্পনা কমিশনে দায়িত্ব পালন করেছিলেন। সম্প্রতি আসাম সফরে গিয়ে তিনি অবৈধ অভিবাসীদের পক্ষে অবস্থান নেন ও সরকারের উচ্ছেদ নীতি সমালোচনা করেন। তাঁর সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি বলেন, “বাংলাদেশিরাও মানুষ। তাদের এখানে থাকার অধিকার আছে।
তিনি আরও মন্তব্য করেন, তারা যদি বাংলাদেশি হয়, তাতে দোষ কোথায়? পৃথিবী এত বড়, তারা এখানে থাকতে পারে। কাউকে বঞ্চিত করা যাবে না। আল্লাহ এই পৃথিবী মানুষের জন্য সৃষ্টি করেছেন, শয়তানদের জন্য নয়। একজন মানুষ যদি পৃথিবীতে দাঁড়ায়, তাকে উৎখাত করা মুসলমানদের কাছে কিয়ামতের মতো।” হামিদ অভিযোগ করেন, আসাম সরকার মুসলমানদের বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের ওপর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক্সে লিখেছেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের লড়াইকে দুর্বল করার পরিকল্পিত প্রচেষ্টা চলছে। এটি ভারতীয় ভূমি ও সংস্কৃতি রক্ষার লড়াইকে ব্যাহত করতে পারে না। তিনি আরও বলেন, দিল্লি-ভিত্তিক বিভিন্ন নেতা ও দল আসামে ক্যাম্প করে বৈধ উচ্ছেদ অভিযানকে ‘মানবিক সঙ্কট’ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে।
এই বিতর্ক ভারতীয় রাজনীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। আসাম ও কেন্দ্রীয় নেতৃত্ব দৃঢ় অবস্থান নিলেও মানবাধিকার কর্মী সৈয়দা হামিদের বক্তব্য নিয়ে দেশজুড়ে তোলপাড় অব্যাহত রয়েছে।
সূত্র: আইএএনএস