
ভারতের মুম্বাই শহরে বোমা হামলার হুমকির কারণে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ সতর্ক হয়ে শহরটি নিরাপত্তার চাদরে মোড়ানোর উদ্যোগ নিয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (৫ সেপ্টেম্বর) জানিয়েছে, কাল শহরে গণেশ উৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি বোমা হামলার হুমকি আসে।
হোয়াটসঅ্যাপ মেসেজে উল্লেখ করা হয়েছে, শহরে ৩৪টি গাড়িতে ‘মানব বোমা’ স্থাপন করা হয়েছে, যা শহরকে কাঁপিয়ে দিতে সক্ষম।
হুমকির মেসেজটি ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের হেল্পলাইনে বৃহস্পতিবার এসেছে। পুলিশ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে শহরে নিরাপত্তা জোরদার করেছে।
মেসেজটি ‘লস্কর-ই-জিহাদি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, পাকিস্তান থেকে ১৪ সন্ত্রাসী ভারতে প্রবেশ করেছে এবং বিস্ফোরণে ৪০০ কেজি আরডিএক্স ব্যবহার করা হবে, যা ১ কোটি মানুষকে প্রভাবিত করতে পারে।
মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানান, হুমকি পাওয়ার পর থেকে শহরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। হামলার হুমকি নিয়ে সম্পূর্ণ তদন্ত চলছে এবং এন্টি-টেররিজম স্কোয়াডকে বিষয়টি অবহিত করা হয়েছে।
পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ সম্মেলনে বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী যে কোনো হুমকি মোকাবিলা করতে সক্ষম। আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছি। পার্কিং থেকে শুরু করে বেজমেন্ট পর্যন্ত সব জায়গা পরীক্ষা করা হচ্ছে। কোনো কিছু বাদ দেওয়া হচ্ছে না।
বোমা হামলার হুমকির পর শহরে বিভিন্ন গুজব ছড়িয়েছে। পুলিশ সাধারণ মানুষকে এসব গুজব বিশ্বাস না করার জন্য সতর্ক করেছে।