
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন, বিদেশি পণ্য কমিয়ে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য ব্যবহার করতে। তিনি মনে করেন, দেশজ উৎপাদিত পণ্যের ব্যবহার ভারতের অর্থনীতিকে শক্তিশালী করবে।
রোববার (২১ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি বলেন, আমরা প্রতিদিন অনেক বিদেশি পণ্য ব্যবহার করি, অনেক সময় না জেনেই। এগুলো থেকে মুক্তি পেতে হবে। আমাদের ভারতে তৈরি পণ্য কেনা উচিত।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে দেশজুড়ে নতুন জিএসটি কাঠামো কার্যকর হচ্ছে। ভাষণের এক দিন আগে মোদি এই আহ্বান জানান।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে ‘স্বদেশী পণ্য ব্যবহারের’ প্রচারণা চালাচ্ছেন। সমর্থকরা ইতোমধ্যেই ম্যাকডোনাল্ডস, পেপসির মতো মার্কিন ব্র্যান্ড বর্জনের ডাক দিয়েছেন।
ভারতের ১.৪ বিলিয়ন মানুষের মধ্যে বড় অংশ নিয়মিত আমেরিকান ভোগ্যপণ্য ব্যবহার করে, যা প্রধানত অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজনের মাধ্যমে কেনা হয়। মোদি দোকানদারদেরও আহ্বান জানিয়েছেন যেন তারা স্থানীয় পণ্য বিক্রিতে জোর দেন।
এই বিষয়ে আরও জানা গেছে, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল শিগগিরই আলোচনার জন্য ওয়াশিংটন সফরে যাবেন।