
কুমিল্লার চান্দিনার এক যুবদল নেতার “প্রয়োজনে আলাদা ব্যালট ছাপাবো, যে ব্যালটে ধানের শীষ থাকবে” এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।
ভিডিওতে আলোচিত যুবদল নেতা হলেন চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল খায়ের। তিনি দাবি করেছেন, অন্য দলের নেতা কর্তৃক দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেছিলেন। তবে তার পুরো বক্তব্য প্রচার না করে মাত্র ১০ সেকেন্ডের অংশ কেটে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচারণা চালানো হচ্ছে।
জানা গেছে, ১৬ আগস্ট চান্দিনা উপজেলার কংগাই উচ্চবিদ্যালয় মাঠে গল্লাই ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল খায়ের। ওই অনুষ্ঠানে তার বক্তব্যের ১০ সেকেন্ডের একটি অংশ শুক্রবার (২৯ আগস্ট) থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “ব্যালট পেপার ছাপা যখন হবে, তখন দেখব। প্রয়োজনে আলাদা ব্যালট ছাপাবো, যে ব্যালটে ধানের শীষ থাকবে। ধানের শীষ থাকবে চান্দিনায়।”
এ বিষয়ে গণমাধ্যমকে আবুল খায়ের বলেন, “আমার বক্তব্যের এক দিন আগে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ একটি বক্তৃতায় বলেছিলেন, তিনি ছাতা মার্কা নিয়ে নির্বাচন করবেন। চান্দিনার ব্যালট পেপারে ধানের শীষ থাকবে না। যেহেতু এখনও জোট ভাগাভাগি হয়নি বা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি; এরপরও রেদোয়ান আহমেদের বক্তব্যের প্রেক্ষিতে আমি এ কথা বলেছি। আমি সারাদেশের ব্যালট পেপারের কথা বলিনি, শুধু চান্দিনার কথা বলেছি। যারা পুরো ভিডিওটি দেখেছেন, তারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বক্তব্যের মাত্র ১০ সেকেন্ড কেটে একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে প্রচার করছে। তারপরও কেউ যদি কষ্ট পেয়ে থাকে, আমি দুঃখিত।”
কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, “ফেসবুকে ছড়িয়ে পড়া খণ্ডিত বক্তব্যটি আমি শুনেছি। আবুল খায়ের জানিয়েছেন, এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদের বক্তব্যের সূত্র ধরে তিনি আবেগাপ্লুত হয়ে এমন মন্তব্য করেছেন। শুক্রবার রাতে তিনি ফেসবুক লাইভে এসে বক্তব্যটির পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন।”