
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখায় হিজাব পরে ক্লাসে আসায় কয়েকজন শিক্ষার্থীকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে রোববার (২৪ আগস্ট) প্রভাতী শাখার ষষ্ঠ শ্রেণির ক্লাসে। তবে অভিযুক্ত ইংরেজি শিক্ষিকা ফজিলাতুন নাহার দাবি করেছেন, শিক্ষার্থীরা হিজাব নয়, বরং ওড়না পরে আসায় তাদের বের করে দেওয়া হয়।
অভিভাবক ও শিক্ষক সূত্রে জানা যায়, ওই শ্রেণির প্রায় ২০ থেকে ২২ জন শিক্ষার্থী প্রতিদিনের মতো হিজাব পরে ক্লাসে অংশ নেয়। অন্য শিক্ষকরা এ নিয়ে কোনো আপত্তি তুলেননি। কিন্তু শেষ পিরিয়ডে দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা ফজিলাতুন নাহার হঠাৎ তাদের ক্লাস থেকে বের করে দেন। অভিযোগ রয়েছে, এসময় শিক্ষার্থীদের সঙ্গে রূঢ় আচরণও করা হয়।
কয়েকজন অভিভাবক জানান, বাসায় ফিরে তাদের সন্তানরা জানায়, হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। এমনকি তাদের উদ্দেশে ‘মাদরাসার শিক্ষার্থীদের মতো হিজাব পরে আসা কেন’—এই ধরনের মন্তব্যও করা হয়েছে।
শিক্ষিকা ফজিলাতুন নাহার অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের স্কুলের নির্ধারিত ড্রেস কোড আছে। যদি কেউ পর্দা করতে চায়, তবে সাদা স্কার্ফ পরতে হবে। কিন্তু কিছু শিক্ষার্থী ওড়না পরে এসেছিল। সেই কারণে তাদের ক্লাস থেকে বের করা হয়েছে।”
এ বিষয়ে ভিকারুননিসা নূন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম জানান, তিনি বসুন্ধরা শাখার প্রধানের সঙ্গে কথা বলেছেন। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সুষ্ঠু তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।