
গাজার ফিলিস্তিনিদের জন্য সব ধরনের মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ সিদ্ধান্তের কথা জানায়।
বার্তায় বলা হয়েছে, “চিকিৎসা ও মানবিক বিবেচনায় অল্পসংখ্যক অস্থায়ী মার্কিন ভিসা প্রদানের যে পদ্ধতি বর্তমানে চালু রয়েছে, তা আমরা পূর্ণ পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছি। পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত গাজার ফিলিস্তিনিদের ভিসা প্রদান স্থগিত থাকবে।”
সম্প্রতি তিনজন আহত ফিলিস্তিনি শিশু ও তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে আনা হলে কট্টর ডানপন্থি রাজনৈতিক কর্মী লরা লুমার সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “কীভাবে ইসলামিক অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ করতে দেওয়া যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার পাচ্ছে?”
এই মন্তব্যের পর রিপাবলিকান দলীয় বহু নেতাকর্মী একই সুরে ট্রাম্প প্রশাসনের সমালোচনা শুরু করেন। কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা স্থগিতের ঘোষণা দেয়।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৬১,৯০০ জন নিহত এবং ১,৫০,০০০ জনের বেশি আহত হয়েছেন। আহত ও নিহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী, শিশু এবং সাধারণ মানুষ।
সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা