
রাশিয়ার বিরুদ্ধে চাপ বাড়াতে আরও একধাপ এগোল যুক্তরাজ্য। সম্প্রতি দেশটি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার তালিকা সম্প্রসারিত করেছে, যার আওতায় এবার নতুন করে ৩০টি নাম যুক্ত করা হয়েছে।
এক সরকারি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, "রাশিয়া নিষেধাজ্ঞা ব্যবস্থার অধীনে ৭০টি নতুন স্পেসিফিকেশন এবং ৩০টি নতুন নাম যুক্ত করা হয়েছে।"
নতুন নিষেধাজ্ঞার আওতায় এবার ৩ জন ব্যক্তি এবং ২৭টি প্রতিষ্ঠান বা আইনগত সত্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্য সরকার ৭০টি জাহাজকে কালো তালিকাভুক্ত করেছে, যার ফলে এসব জাহাজ আর ব্রিটিশ বন্দর ব্যবহার করতে পারবে না।
তাস সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
রাশিয়ার বিরুদ্ধে চলমান নিষেধাজ্ঞার অংশ হিসেবে যুক্তরাজ্যের এই নতুন পদক্ষেপ আরও জোরদার বার্তা দিল বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।