
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
এক বিবৃতিতে তিনি দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় জাতি গভীরভাবে ব্যথিত।
বিএনপি চেয়ারপারসন দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের সহায়তায় ঢাকার বিভিন্ন হাসপাতালে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
খালেদা জিয়া বলেন, “এই কঠিন সময়ে আমাদের মানবিক দায়িত্ব হলো, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো ও তাদের সান্ত্বনা দেওয়া। আমরা এই শোকের সময়ে ঐক্যবদ্ধভাবে তাদের পাশে থাকতে চাই।”