ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। আটলান্টায় পর্তুগিজ জায়ান্ট পোর্তোর বিপক্ষে এক গোল পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের জয় তুলে নিয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) এই ক্লাবটি।
হার্ড রক স্টেডিয়ামে প্রথম ম্যাচে মিসরীয় ক্লাব আল আহলির সঙ্গে গোলশূন্য ড্র করেছিল মায়ামি। দ্বিতীয় ম্যাচের অবশ্যটাও শুরুটা ভালো হয়নি, ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে পোর্তোকে এগিয়ে নেন সামু আগেহোওয়া।












