
অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
শুক্রবার (০৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রেস সচিব।
সাম্প্রতিক রাজনৈতিক আলোচনায় উঠে আসা ‘মাইনাস ফোর ফর্মুলা’ বিষয়ে তিনি বলেন, “যারা মাইনাস ফোর ফর্মুলার কথা বলছে, তারা স্বৈরাচারের দোসরের দল থেকেই এসেছে। সরকারের পক্ষ থেকে কখনোই মাইনাস ফোরের কোনো কথা বলা হয়নি। যিনি মাইনাস হয়েছেন, তিনি হত্যাযোগ্য অপরাধের কারণে মাইনাস হয়েছেন।”
জুলাই আন্দোলনের ঘটনাকে ইঙ্গিত করে শফিকুল আলম বলেন, “জুলাই আন্দোলনের হত্যাকারীদের ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। এটা আমাদের শপথ, আমাদের অঙ্গীকার।”
এর আগে তিনি মাগুরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। জাতীয় ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে, মাগুরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মোট ৯টি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা ক্রীড়া অফিসার বিএম সাজিন ইসরাত এবং ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি উপস্থিত ছিলেন।