
বাংলাদেশ সচিবালয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন পরিবেশ অধিদফতর ও জাতিসংঘের প্রকল্প সেবা সংস্থার (ইউএনওপিএস) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এই অংশীদারিত্বের লক্ষ্য পরিবেশ সুশাসন জোরদার করা, টেকসই উন্নয়নকে উৎসাহিত করা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সহায়তা করা।
এই চুক্তির আওতায়, দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা ও অভিযোজন এবং নীতি ও প্রকল্প বাস্তবায়নে উভয় পক্ষ একসঙ্গে কাজ করবে। প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, আইন প্রয়োগ শক্তিশালীকরণ এবং নগর ও গ্রামীণ অঞ্চলে জলবায়ু সহনশীলতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে। এছাড়া, পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক ও জাতীয় মানসম্মত নির্দেশিকা ও কৌশল প্রণয়ন করা হবে।
এই অংশীদারিত্বের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী সমাধান অনুসন্ধান করা হবে। নবায়নযোগ্য জ্বালানি, টেকসই কৃষি ও জলবায়ু-স্মার্ট পদ্ধতি বাস্তবায়নে সহযোগিতা করা হবে। জ্ঞান বিনিময় ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আন্তর্জাতিক সেরা অভ্যাস গ্রহণ ও প্রতিষ্ঠানগত নেটওয়ার্ক জোরদার করা হবে। উভয় পক্ষ পারস্পরিক সম্মতির ভিত্তিতে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্রও অন্বেষণ করতে পারে।
সমঝোতা স্মারকে সই করেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এবং ইউএনওপিএসের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক সঞ্জয় মাথুর।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএনওপিএসের উপ-নির্বাহী পরিচালক ক্রিস্টিন দামকিয়ার, ইউএনওপিএসের কান্ট্রি ডিরেক্টর সুধীর মুরলীধরন উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারক বাংলাদেশে পরিবেশ সুশাসন শক্তিশালী করার পাশাপাশি টেকসই উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে