
রাজশাহীর কাদিরগঞ্জ এলাকায় একটি ইংরেজি শেখার প্রতিষ্ঠানের ভেতর থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। বাড়িটি এখনো নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল ইউনিট ডক্টরস ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালায়। এসময় তারা ভেতর থেকে বিভিন্ন ধরনের অস্ত্র ও সরঞ্জাম জব্দ করে।
সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, একাধিক কার্তুজ, এয়ারগানের শিশা তিন বক্স, একটি ম্যাগনেট, ছয়টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস, চারটি ওয়াকিটকি, একটি ট্রেজার গান, দশটি সিমকার্ড, একটি দূরবীন, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, বেশ কয়েকটি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র। এছাড়া ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার এবং ৩৫ বোতল মদও পাওয়া গেছে।
তবে এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিপুর রহমান গণমাধ্যমকে বলেন, “সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করছে। এখনো অভিযান চলমান। অভিযান শেষ হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”