
ইয়েমেন থেকে আবারও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে বুধবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, “কিছুক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।”
এর আগে গাজায় ইসরায়েলি অভিযানের জবাবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা নিয়মিতভাবে ইসরায়েল লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এ হামলা চালায় তারা।
যুদ্ধবিরতির সময় এসব হামলা স্থগিত ছিল। কিন্তু ইসরায়েল ফের বড় আকারে সামরিক অভিযান শুরু করলে হুথিরা আবারও হামলা শুরু করে।
এর জবাবে ইসরায়েল হুথি-নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে পাল্টা হামলা চালায়। এতে হুথিদের অধীনে থাকা বন্দর এবং রাজধানী সানার বিমানবন্দর লক্ষ্যবস্তু হয়।
হুথি-পরিচালিত সাবা সংবাদ সংস্থা জানিয়েছে, রোববার সানায় ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হুথিদের হামলার প্রতিক্রিয়ায় তারা প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি সামরিক কম্পাউন্ড, দুটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে।
হুথি-সমর্থিত আল মাসিরাহ টিভির খবরে বলা হয়েছে, ইসরায়েলের পাল্টা হামলায় সানার একটি তেল স্থাপনা ও একটি বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করা হয়েছে।