
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ১৮ কেজি ওজনের কোরাল মাছ নিলামে বিক্রি হয়েছে ১৮ হাজার টাকায়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে হাতিয়ার চেয়ারম্যান ঘাট মৎস্য আড়তে এ নিলাম অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মনির মাঝি ৭ জন জেলেকে নিয়ে তিন দিন আগে সাগরে মাছ ধরতে যান। অভিযানে সাগরেই ধরা পড়ে বড় আকৃতির দুইটি কোরাল মাছ। পরে ভালো দামে বিক্রির আশায় তারা মাছ দুটি নিয়ে আসেন চেয়ারম্যান ঘাটের মৎস্য আড়তে। সেখানে আবু বকর সিদ্দিক ফিশ এজেন্সির আয়োজিত নিলামে ভুট্টু বেপারি ১ হাজার টাকা কেজি দরে মোট ১৮ হাজার টাকায় মাছ দুটি কিনে নেন।
জেলে মনির মাঝি ঢাকা ওয়াচকে বলেন, তিনদিন কঠোর পরিশ্রমের পর এমন দুটি মাছ ধরে বিক্রি করতে পেরে আমরা খুবই খুশি। সব সময় এত বড় মাছ পাওয়া যায় না, তবে এবার ভালো দাম পেয়েছি।
আবু বকর সিদ্দিক ফিশ এজেন্সির ম্যানেজার মো. সম্পদ ঢাকা ওয়াচকে বলেন, বড় দুটি কোরাল দেখতে আড়তে মানুষের ভিড় লেগে গেছে। বেপারি মাছগুলো ঢাকায় পাঠাবেন। সেখানে বড় কোরালের চাহিদা বেশি। আশা করছি আরও ভালো দামে বিক্রি হবে।
নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন ঢাকা ওয়াচকে বলেন, চেয়ারম্যান ঘাট এলাকায় প্রায়ই বড় বড় মাছ পাওয়া যায় এবং দামও ভালো পাওয়া যায়। সরকারের বিভিন্ন সময়ের নিষেধাজ্ঞা বাস্তবায়িত হওয়ায় নদী ও সাগরে বড় আকৃতির মাছের সংখ্যা বাড়ছে। সামনে জেলেরা আরও বড় মাছ ধরতে পারবেন বলে আমরা আশাবাদী।