
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, পুরোপুরি গণতন্ত্রে ফিরে আসার একমাত্র পথ হলো নির্বাচন।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে ঢাকার সাভার মুশুরিখোলা এলাকায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আমান উল্লাহ আমান বলেন, “গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে, ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। সারা দেশের মানুষ এখন নির্বাচনের জন্য প্রস্তুত, আর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণাকে সামনে রেখে জনগণের মধ্যে কোনো শঙ্কা নেই।”
তিনি আরও বলেন, বিগত সময়ে বেগম খালেদা জিয়ার ওপর নির্যাতন চালানো হয়েছে, মিথ্যা মামলায় তাকে কারাবন্দি রাখা হয়েছে এবং ‘স্লো পয়েজনিং’-এর মাধ্যমে অসুস্থ করা হয়েছে। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম দেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
এ সময় দেশের সর্বস্তরের মানুষকে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়ার আহ্বান জানান সাবেক এই মন্ত্রী। পাশাপাশি সাভারের বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় দোয়া করার জন্যও অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
সভাপতির দায়িত্ব পালন করেন ভাকুর্তা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি মো. সরোয়ার হোসেন, এবং যৌথ সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক হাজী মো. নুরুল মমিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. কদম আলী ভূঁইয়া।
এ ছাড়া স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।