
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন লুক ঘিরে এখন সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। মুগ্ধতা ছাপিয়ে এবার নেটিজেনদের মধ্যে উঠেছে কপির অভিযোগ কারণ, শাকিবের এই নতুন রূপ নাকি হুবহু মিলে যাচ্ছে ভারতের মালায়ালাম তারকা পৃথ্বীরাজ সুকুমারনের এক সময়কার লুকের সঙ্গে। প্রশ্ন উঠেছে, তবে কি বাংলার কিং খান অনুপ্রাণিত হয়েছেন পৃথ্বীরাজের স্টাইল থেকে?
কালো সানগ্লাসে ঢাকা চোখ, ঘন গোঁফ আর গম্ভীর ভঙ্গিতে শাকিবের এই লুক ইতোমধ্যেই ভক্তদের নজর কেড়েছে। তবে তুলনামূলক বিশ্লেষণে দেখা যাচ্ছে, দুই নায়কের পোশাক ও স্টাইলের মিল এতটাই ঘনিষ্ঠ যে, অনেকে সেটিকে কাকতালীয় ভাবতে পারছেন না।
ছবিতে দেখা যায় শাকিব খান ও পৃথ্বীরাজ দুজনেই পরেছেন কালো রঙের ডেনিম জ্যাকেট বা শার্ট-জ্যাকেট, যার ওপর সাদা সুতোর কনট্রাস্ট স্টিচিং করা। এই হাই-ভিজিবিলিটি ডিজাইন তাদের আউটফিটে এনেছে আধুনিকতা ও এক ধরনের মিলিটারি টোন। এমনকি পোশাকের কাট ও ফিটও প্রায় অভিন্ন।
দুজনের গোঁফ-চুলের স্টাইলেও মিল রয়েছে। দুজনেরই মুখে তীক্ষ্ণ ও ঘন গোঁফ, আর চুল পরিপাটি করে আঁচড়ানো ও সামান্য ওয়েভি, যা তাদের লুককে দিয়েছে আরও পরিণত ও স্টাইলিশ আবেদন।
চশমার ক্ষেত্রেও আছে মিল। শাকিব পরেছেন ক্লাসিক এভিয়েটর সানগ্লাস, যা তার মুখাবয়বে দিয়েছে নায়কোচিত ক্লাসিক লুক। অন্যদিকে পৃথ্বীরাজ প্রথমে ব্যবহার করেছিলেন টর্টসেল ফ্রেমের কালো লেন্সযুক্ত সানগ্লাস, পরে তিনিও এভিয়েটর স্টাইলে হাজির হন, যা দুই তারকার মিল আরও স্পষ্ট করে তোলে।
এই মিল এতটাই চোখে পড়ার মতো যে, অনেকে মন্তব্য করেছেন, “মনে হচ্ছে একই ডিজাইনারের হাতে তৈরি হয়েছে দুই নায়কের লুক!”
এখন প্রশ্ন উঠেছে, শুধু লুক নয়, শাকিবের নতুন সিনেমা ‘সোলজার’-এর গল্পেও কি পৃথ্বীরাজের সিনেমার প্রভাব রয়েছে? জানা গেছে, এই অ্যাকশন-থ্রিলারে শাকিবকে দেখা যাবে একজন দেশপ্রেমিক সৈনিক হিসেবে, যিনি দুর্নীতি ও সিন্ডিকেটবিরোধী লড়াইয়ে নামবেন, যা অনেকটাই মিল রাখে পৃথ্বীরাজ সুকুমারনের আলোচিত মালায়ালাম ছবি ‘এল ২ এমপুরান’-এর কাহিনির সঙ্গে।
‘এল ২ এমপুরান’ ছিল ‘লুসিফার’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি, যেখানে পৃথ্বীরাজ অভিনয় করেছিলেন জায়েদ মাসুদ চরিত্রে একজন সিন্ডিকেট কমান্ডার হিসেবে। ওই সিনেমার প্রচারণায়ও তিনি শাকিবের মতোই এই লুকে হাজির হয়েছিলেন।
এখন দেখার বিষয়, কাকতালীয় এই মিল শুধু লুকেই সীমাবদ্ধ থাকে, নাকি গল্পেও খুঁজে পাওয়া যায় একই ছাপ।