
নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ক্ষেত্রে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার (৫ ডিসেম্বর) পূর্বাচলের ফায়ার সার্ভিস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দুর্যোগ মোকাবিলায় দেশের ৫৫ হাজার ভলান্টিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২২ জন ভলান্টিয়ারকে সম্মাননা প্রদান করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, যে কোনো সময় ফায়ার সার্ভিসের পাশে ভলান্টিয়াররা থাকবে। সরকারের পক্ষ থেকে ভলান্টিয়ারদের জন্য আরও কিছু সুবিধা এবং সুযোগ নিয়ে ভাবনা চলছে বলে জানান তিনি। এসময় বিডিআর বিদ্রোহ সংক্রান্ত তদন্ত রিপোর্টের প্রশ্ন এড়িয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা।
ফায়ার সার্ভিসের ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠান মূলত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস (৫ ডিসেম্বর) উপলক্ষে আয়োজন করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলায় বিপজ্জনক কাজে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের সাহসিকতা এবং অবদানকে ‘সাহসিকতা’ সম্মাননা দিয়ে সম্মানিত করা হয়। এছাড়া তাদের কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহিত করা হয়।