
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে বক্তৃতা করেন। তিনি বলেন, “আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ব, যেখানে একজন মা নিরাপদে থাকতে পারবেন।” তাঁর ভাষ্য, এটি এমন একটি দেশ হবে যেখানে মানুষ ঘর থেকে বের হবে এবং নিরাপদে ফিরে আসতে পারবে।
তারেক রহমান আরও বলেন, “১৯৭১ সালে দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে সর্বস্তরের মানুষ মিলেমিশে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে। আজকের জনগণ তাদের কথা বলার অধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়।”
তিনি বলেন, “এখন দেশের সকল জনগোষ্ঠীকে একত্রে নিয়ে দেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার সময় এসেছে। এখানে পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই রয়েছে। আমরা এমন একটি নিরাপদ বাংলাদেশ চাই, যেখানে নারী, পুরুষ ও শিশু নির্বিঘ্নে ঘর থেকে বের হবে এবং নিরাপদে ফিরে আসবে।”
তারেক রহমান বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে তরুণ প্রজন্মই মূল ভূমিকা পালন করবে। তিনি গণতান্ত্রিক মূল্যবোধ ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশ গড়ার গুরুত্বও তুলে ধরেন। বারবার তিনবার তিনি উল্লেখ করেন, “আমরা দেশের শান্তি চাই।”
বিকেল ৩টা ৫০ মিনিটে তারেক রহমান গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারা তাকে শুভেচ্ছা জানান।