
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বাংলাদেশের সকল মানুষ নিরাপদে থাকুক- এটাই আমার চাওয়া।”
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। সব ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে দেশ গঠনে সকলকে একত্রিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান বলেন, “সবাই ঐক্যবদ্ধ হলে কোটি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবো।”
তিনি উল্লেখ করেন, গত ১৫ বছরে অনেক মানুষ গুম হয়েছে এবং বিভিন্ন অত্যাচারের শিকার হয়েছে। এই প্রসঙ্গে বিএনপির নেতাকর্মীদের প্রতি তার আহ্বান, সব বয়স, পেশা ও ধর্মের মানুষ যেন নিরাপদে থাকতে পারে।
তারেক রহমান জোর দিয়ে বলেন, “যেকোনো মূল্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।”