
ইসরায়েলের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের ভূখণ্ডে আছড়ে পড়েছে, যা ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী দ্বারা নিক্ষিপ্ত হয়েছিল। শুক্রবার (২৯ আগস্ট) রাতে এই ঘটনাটি ঘটে, তবে সৌদি আরবের ওপর এটি পড়লেও ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করতে পারেনি বলে জানিয়েছে দেশটির সামরিক কর্মকর্তারা।
তাদের দাবি, ক্ষেপণাস্ত্রের গতিপথ সনাক্ত করা হলেও ইসরায়েলে কোনো ধরনের সতর্কতা জারি হয়নি এবং সাইরেনও বাজানো হয়নি। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের ভিতরে গিয়ে পড়েছে। সৌদি কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারেনি।
এই হামলার পূর্বে, ২৮ আগস্ট (বৃহস্পতিবার) ইসরায়েলের বিমান হামলায় হুতি গোষ্ঠীর বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হওয়ার খবর আসে। এর পরই প্রতিশোধ হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুঁশিয়ারি দেয় গোষ্ঠীটি।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ মার্চ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে নতুন করে হামলা শুরুর পর থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ৭২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৩টি ড্রোন নিক্ষেপ করেছে হুতি গোষ্ঠী। এর মধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।