
আপিল শুনানির শেষ দিনে আরেকটি আসনে বিএনপির প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত এলো নির্বাচন কমিশনের কাছ থেকে। চট্টগ্রাম-২ আসনের পর এবার কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল করেছে ইসি।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানির শেষ দিনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আব্দুল গফুর ভূঁইয়া তার নির্বাচনি হলফনামায় দ্বৈত নাগরিকত্বের তথ্য উল্লেখ করেননি। এই তথ্য গোপনের কারণেই কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এর আগে একই দিনে আপিল শুনানির শেষ পর্বে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নও বাতিল করে নির্বাচন কমিশন। ঋণখেলাপির অভিযোগের ভিত্তিতে তার প্রার্থিতা বাতিল করা হয়।